বাংলাদেশের স্বাধীনতার অন্যতম প্রত্যয় ছিল গণতন্ত্র। নব্বইয়ে যে স্বৈরাচারবিরোধী গণ-অভ্যুত্থান হয়েছিল, তারও উদ্দেশ্য ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা। কিন্তু প্রধান প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বন্দ্ব, অবিশ্বাস, কাউকে কোনো ধরনের ছাড় না দেওয়া বা প্রতিপক্ষকে ধ্বংস করে দেওয়ার মানসিকতার কারণে গণতন্ত্রের অভিযাত্রা বারবার মুখ থুবড়ে পড়ে। রাজনৈতিক শক্তিগুলোর সাংঘর্ষিক অবস্থান ও অচলাবস্থার অনেকটা অনিবার্য পরিণতি ছিল এক-এগারোর পটপরিবর্তন।
তবে ক্ষমতার রাজনীতি সব সময় সুবিধামতো ইতিহাস ব্যাখ্যা করে থাকে। সময়ের ব্যবধানে সেই ব্যাখ্যা বদলেও যায়। কিন্তু কেন ও কাদের কারণে এক-এগারোর উদ্ভব হলো, সে সম্পর্কে নিরপেক্ষ বিশ্লেষণ নেই। ২০০৭ সালের এক-এগারোর আগে ও পরে রাজনৈতিক দল, রাজনীতিক ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে কার কী ভূমিকা ছিল, সেসব নিয়ে বস্তুনিষ্ঠ ও নির্মোহ আলোচনা দরকার।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.