![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F25%2Fpanjab.jpg%3Fitok%3DSfsXio2c)
অবিশ্বাস্য ম্যাচে পাঞ্জাবের জয়
আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচ মানেই টান টান উত্তেজনা। কদিন আগেই দুবার সুপার ওভারের রোমাঞ্চ দেখিয়েছে দলটি। এবারও অবিশ্বাস্য ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারাল পাঞ্জাব। গতকাল শনিবার হায়দরাবাদকে ১২ রানে হারিয়েছে পাঞ্জাব।
ম্যাচটিতে মাত্র ১২৬ রানের পুঁজি নিয়েও জয় পেল প্রীতি জিনতার দল। জয়ের খুব কাছে গিয়েও পারল না হায়দরাবাদ। মাত্র ৩ উইকেট হারিয়ে ১০০ রান করে ফেলেছিল হায়দরাবাদ।