![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2020/10/25/og/075118_bangladesh_pratidin_PN.jpg)
দিল্লিকে হেলায় হারিয়ে প্লে-অফের আরও কাছে কলকাতা
নিতিশ রানার ৮১ রানের অনবদ্য ইনিংস এবং সুনীল নারিনের প্রত্যাবর্তন ইনিংসে ভর করে দিল্লির ওপর রানের বোঝা চাপিয়ে দিয়েছিল কলকাতা। কিন্তু প্লে-অফের দৌড়ে এগিয়ে যেতে সমান দায়িত্বশীল হতে হতো দলের বোলারদের।
নিরাশ করলেন না তারা। ব্যাটসম্যানদের গড়ে দেওয়া মঞ্চে দাপট দেখালেন কলকাতার বোলাররাও।