You have reached your daily news limit

Please log in to continue


আসামিরা জামিনে নিরাপত্তাহীনতায় পরিবার

কেরানীগঞ্জের বহুল আলোচিত শিশু পরাগ মণ্ডল যখন অপহূত হয়েছিল তখন সে ছিল প্রথম শ্রেণির ছাত্র। আট বছর পর সে এখন অষ্টম শ্রেণির ছাত্র। অথচ এ দীর্ঘ সময়েও শেষ হয়নি বিচারকার্য। মামলার আসামিরা পর্যায়ক্রমে সবাই জামিনে। এখনো মণ্ডল পরিবার থেকে আতঙ্ক কাটেনি। পুলিশ পাহারায় কাটছে পরাগের জীবন। ২০১২ সালের ১১ নভেম্বর সকালে মা ও বড় বোনের সঙ্গে স্কুলে যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাড্যা পশ্চিমপাড়া কালীবাড়ি এলাকার বাসার সামনে থেকে মানুষরূপী দানবরা মুক্তিপণের দাবিতে পরাগকে অপহরণ করে। সে সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় তার বোন পিনাকী মণ্ডল, মা লিপি মণ্ডল ও প্রাইভেট কার চালক নজরুল ইসলাম।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন