
বিনা মূল্যে চক্ষু চিকিৎসা পেলেন বাগেরহাটের সহস্রাধিক রোগী
বণিক বার্তা
প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ০১:০৫
মুজিব বর্ষ উপলক্ষে বাগেরহাটে বিনা মূল্যে চক্ষু চিকিৎসা সেবার আয়োজন করেছে বাগেরহাট সদর উপজেলা পরিষদ। গতকাল সকালে সদর উপজেলা পরিষদের পরিষদ চত্বরে দৃষ্টিদান ও সাইট সেভারের বাস্তবায়নে দিনব্যাপী সহস্রাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসা দেয়া হয়। এর মধ্যে তিন শতাধিক রোগীকে বিনা মূল্যে মাংস বৃদ্ধি, নেত্রনালি ও ছানি অপারেশনের উদ্যোগ গ্রহণ করা হয়।