করোনায় প্লাজমা চিকিৎসা কার্যকর নয়: ব্রিটিশ জার্নাল
কোভিড-১৯ রোগীদের জন্য প্লাজমা চিকিৎসা কার্যকর নয় বলে ব্রিটিশ মেডিকেল জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে। রক্তের তরল, হালকা হলুদাভ অংশকে প্লাজমা বা রক্তরস বলে। সেরে ওঠা রোগীদের প্লাজমায় থাকায় অ্যান্টিবডি সংক্রমিতদের সেরে ওঠতে সহায়তা করতে পারে এমন ধারণা থেকে বিভিন্ন দেশে কোভিড-১৯ চিকিৎসায় এই প্লাজমা ব্যবহার করা হচ্ছে। কিন্তু বাস্তবে এর কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে ব্রিটিশ মেডিকেল জার্নাল।
এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ জটিল হয়েই জেঁকে বসেছে ইউরোপের দেশগুলোতে। পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে। ফ্রান্স, স্পেন, ব্রিটেন, ইতালি, জার্মানি, বেলজিয়াম, রাশিয়ার সংক্রমণ প্রতিদিনই ঊর্ধ্বমুখী। ফরাসি বিজ্ঞানীরা বলছেন, দ্বিতীয় ধাপে করোনা প্রথম ধাপের চেয়েও দ্রুত ছড়াচ্ছে।