![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F10%2F24%2F043n7w0d.jpg%3Fitok%3DLzj1dZ7C)
অস্ট্রেলিয়া সফরের দল থেকে বাদ পড়তে পারেন হার্দিক
ভারতীয় দলের অন্যতম সেরা তারকা হার্দিক পান্ডিয়া। ব্যাট ও বল হাতে দেশকে অনেক সাফল্য এনে দিয়েছেন তিনি। কিন্তু আসন্ন অস্ট্রেলিয়া সফরের দলে নাকি তিনি সুযোগ নাও পেতে পারেন। অনেকদিন পিঠের চোটে ভুগেছিলেন হার্দিক। আইপিএলের আগেই সেরে উঠেছেন তিনি। চলমান আইপিএলে তিনি মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন।
অথচ নয় ম্যাচ খেললেও এক ওভারও বল করেননি। তাই আলোচনা শুরু হয়ে যায়, অস্ট্রেলিয়া সফরের দলে তাঁকে নেওয়া হবে কি না। ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে জানা গেছে, অস্ট্রেলিয়া সফরের জন্য ৩২ জনের দল ঘোষণা করতে পারে ভারত। নির্বাচকরা এখনো সিদ্ধান্ত নিতে পারেননি হার্দিককে দলে নেওয়া হবে কি না।