নারীকে দশভুজার গৌরবদান
দুর্গোৎসব শুরু হতে না হতেই নারীর গুণকীর্তন চতুর্গুণ বৃদ্ধি পেতে থকে। সংবাদ ও সামাজিক মাধ্যমে শোরগোল ওঠে ‘নারী কী না পারে’! প্রথমে দুই হাতের কারিশমা বর্ণিত হয়। বলা হয় নারী এক হাতে সংসার সামলায়, আরেক হাতে রোজগার করে। মা দুর্গার যখন নাইওরের সময় ঘনিয়ে আসে তখন আপামর নারীকে দুর্গা মায়ের প্রতিমূর্তি কল্পনা করা হয়।