জাতিসংঘের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। ১৯৪৮ সাল থেকে প্রতি বছরের ২৪ শে অক্টোবর জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের শান্তি রক্ষায় ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়েছিলো এই সংস্থাটি। দিবসটির এবারের প্রতিপাদ্য হচ্ছে, ‘সামাজিক ন্যায়বিচার অর্জনে, দূর কর সকল অসামঞ্জস্যতা’। জাতিসংঘের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে দিনটিকে স্মরণে রাখতে গত ২১ সেপ্টেম্বর একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলো এর সদস্য দেশগুলো।
অনুষ্ঠানে সংস্থাটির প্রতি তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছিলো তারা। জাতিসংঘ ৪৬টি রাষ্ট্রের অনুসমর্থন নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৩টি দেশ। এর সদর দফতর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত। তবে জাতিসংঘের ৩টি অতিরিক্ত সহায়ক ও আঞ্চলিক সদর দফতর রয়েছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.