সুন্দরবনের ৩ অভয়ারণ্যে ডলফিন বেড়েছে ৫৫ ভাগ: পরিবেশমন্ত্রী
সুন্দরবনের ঢাংমারী, ঘাঘরামারী ও চাঁদপাই অভয়ারণ্যে ৫৫ শতাংশ ডলফিন বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন। এটাকে দেশের ডলফিন সংরক্ষণের ক্ষেত্রে একটি মাইলফলক বলে দাবি করে তিনি
বলেন, ডলফিন সংরক্ষণে বাংলাদেশ সরকার সফলতার সাথে কাজ করছে। সরকারি কার্যক্রমে সফলতার ফলে সুন্দরবনে ডলফিনের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।