You have reached your daily news limit

Please log in to continue


ত্বকের হারানো জৌলুস ফিরবে দুধস্নানেই? যা যা জানা জরুরি

প্রাচীন কাল থেকেই বেশ কিছু বাড়িতে অষ্টমীর দিন মেয়েদের দুধ-স্নানের প্রথা রয়েছে। একে বলা হয় অষ্টমীর দুর্গাস্নান। প্রাচীন মতে বিশ্বাস ছিল এই দিন দুধ দিয়ে মেয়েরা যদি স্নান করে তাহলে পরবর্তীতে সে পুত্রসন্তানের জননী হবে। কিন্তু এসব নিছকই কল্পনা। অষ্টমীর দিন অনেক বাড়িতেই দুর্গাকে দুধ দিয়ে স্নান করানো হয়। বলা হয় সোনার বরণ রূপ ধরে রাখতেই দুধে মধু, গোলাপের পাপড়ি মিশিয়ে স্নান করা হয়। রূপচর্চায় সেই আদ্যিকাল থেকেই দুধ, মধু, হলুদ এইসব ব্যবহার হয়ে আসছে। কারণ এই সবই অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে। ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করে। ঔজ্জ্বল্য বাড়ায়। বিদেশেও বাথটবে দুধ মিশিয়ে স্নানের প্রচলন রয়েছে। ইষদুষ্ণ গরম জলে মিল্ক পাউডার মিশিয়ে স্নান করলে অনেক উপকার পপাওয়া যায়। ত্বকের উপর যে মরা চামড়া থাকে তা সহজেই উঠে আসে। এছাড়াও দুধ স্নানের যে যে উপকারিতা রয়েছে
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন