ইতিহাসে প্রথম একসঙ্গে এতো বাংলাদেশিকে জাতীয় সম্মাননা দিলো স্পেন
মহামারি করোনার সময় স্পেনের রাজধানী মাদ্রিদে স্বেচ্ছায় খাদ্য সামগ্রী বিতরণ, দোভাষীসহ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করায় বিশেষ সম্মাননা পেয়েছেন ১৭ জন বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৩৫ জন নাগরিক। স্পেনে বাংলাদেশিদের ৩১ বছরের ইতিহাসে এই প্রথম একসঙ্গে ১৭ জন বাংলাদেশি জাতীয় পর্যায়ের সম্মানে ভূষিত হলেন।