নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রড প্রস্তুতকারক কারখানায় গলিত লোহা শরীরে পড়ে দগ্ধ হওয়ার ঘটনায় আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়। এ নিয়ে ওই ঘটনায় মোট চার শ্রমিকের মৃত্যু হলো।
মারা যাওয়া দুই শ্রমিক হলেন লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাবাড়ী এলাকার আব্দুস সোবহানের ছেলে মো. শাকিল (২০) ও কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার টিপু শেখের ছেলে আবু সিদ্দিক (৩০)।
ওই দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া প্রথম আলোকে বলেন, স্বজনদের কাছে শাকিল ও আবু সিদ্দিকের লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.