কবির সুমনের ইচ্ছাপত্র : মৃত্যুর পর সব সৃষ্টি ধ্বংসের নির্দেশ
কলকাতার নন্দিত গীতিকার, সুরকার, গায়ক ও সংগীত পরিচালক কবির সুমন গতকাল শুক্রবার ফেসবুকে একটি ইচ্ছাপত্র প্রকাশ করেছেন। ব্যক্তিগত প্যাডে লেখা ওই ইচ্ছাপত্রে কিংবদন্তি এই শিল্পী তাঁর মৃত্যুর পর সমস্ত সৃষ্টি ধ্বংসের নির্দেশ দিয়েছেন। ‘সকলের অবগতির জন্য’ শিরোনামে স্বহস্তে লেখা সেই ইচ্ছাপত্রে কবির সুমন লিখেছেন, ‘সচেতন অবস্থায়, স্বাধীন ভাবনাচিন্তায় ও সিদ্ধান্তের ভিত্তিতে আমি জানাচ্ছি, আমার কোনো অসুখ করলে, আমায় হাসপাতালে ভর্তি হতে হলে অথবা আমি মারা গেলে আমার সম্পর্কিত সবকিছুর, প্রতিটি বিষয় ও ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের অধিকার থাকবে একমাত্র মৃন্ময়ী তোকদারের (মায়ের নাম প্রয়াত প্রতিমা তোকদার,
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.