কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

এমডি বদলই সত্য, আর সব মিথ্যা

প্রথম আলো ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২০, ১১:৩০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদটির বেলায় ‘বদল’ই একমাত্র সত্য। যোগ্যতা, দক্ষতা, পেশাদারত্ব, সক্ষমতা—এসবই যেন এ পদের বেলায় মিথ্যা। শুধু নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব বিষয়ের উল্লেখ থাকে। বাস্তবতায় এসবের কোনো চর্চাই কাজে লাগে না এ পদে। বরং পেশাদারত্ব চর্চা করতে গেলেই লাগে গন্ডগোল। অতঃপর বিদায়ই সত্য।

গত ২২ বছরে ১১ জন এমডি বদল হয়েছেন। এর মধ্যে কেবল তিনজন পূর্ণ মেয়াদে তাঁদের দায়িত্ব পালন করতে পেরেছেন। অন্যদের মেয়াদ পূর্তির আগেই হয় স্বেচ্ছায় বিদায় নিতে হয়েছে, নয়তো বিদায় নিতে বাধ্য হয়েছেন। কাগজে–কলমে এ বিদায় ‘ব্যক্তিগত কারণ’ হয়েই নথিভুক্ত হয়ে থাকে সব সময়। আসল কারণটা বরাবরই থেকে গেছে অন্তরালে। এ অন্তরালের কারণটি হলো ‘প্রভাব’। ডিএসই চালান মূলত ব্রোকারেজ হাউসের মালিক ‘ভাইয়েরা’। ডিএসইতে ২৫০টি ব্রোকারেজ হাউস থাকলেও সংস্থাটি পরিচালনায় ঘুরেফিরে আধিপত্য বিস্তার করেন হাতে গোনা মাত্র কয়েকজন। নিজেদের প্রতিপত্তি আর প্রভাব বিস্তারের স্বার্থে তাঁরা বারবার অযাচিত হস্তক্ষেপ করেন ডিএসইর ব্যবস্থাপনায়। রাষ্ট্রীয় ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে কখনো কখনো ‘ভাইদের’ বদল হয় ঠিকই। কিন্তু সংস্থাটিতে পেশাদারত্ব আর আসে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও