নববধূর হাতে এখনো মেহেদীর টকটকে লাল রং। মুখে নীল বিষ। সারা শরীরে ছড়িয়েছে সেই বিষ। এক শুক্রবারে বিয়ে পরের শুক্রবারে সবাইকে কাঁদিয়ে মৃত্যুকেই বেছে নিলেন অষ্টাদশী মুক্তা আক্তার।