‘ধর্ষণ মামলা’ নিয়ে বিবাদে দৌলতপুরে ২ বোনের আত্মহত্যা

সমকাল দৌলতপুর (কুষ্টিয়া) প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ২০:২৮

কুষ্টিয়ায় দৌলতপুরে ‘ধর্ষণ মামলা’ নিয়ে নিজেদের মধ্যে বিবাদের জেরে চাচাতো দুই বোন আত্মহত্যা করেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের আড়িয়া কামারপাড়ায় নিজ বাড়ি থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- কামারপাড়া এলাকার মুয়াজ্জেম সর্দারের মেয়ে এসএসসি পরক্ষার্থী মুক্তা (১৫) ও তার চাচাতো বোন মুন্তাজ আলী সর্দারের মেয়ে রুমা (২৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, খালাতো এক বোনকে ধর্ষণ মামলার সহযোগী আসামি ছিল মুক্তা। এ নিয়ে শুক্রবার দুপুরে মুক্তা ওই খালাতো বোনের ঝগড়া বিবাদ হয়। এদিকে মুক্তার চাচাতো বোন রুমা শুক্রবার সকালে শ্বশুরবাড়ি থেকে আড়িয়া কামারপাড়ায় বাবার বাড়ি বেড়াতে আসেন। একপর্যায়ে সেও ঝগড়া বিবাদে জড়িয়ে পড়ে। এরই জেরে ‘রাগে ও ক্ষোভে’ দুপুর ১২টার দিকে মুক্তা নিজ ঘরে ডাফের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মুক্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শুনে রুমাও দুপুর ১টার দিকে তার ভাইয়ের ঘরের ডাফের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে থানায় নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও