রংপুর জেলা পরিষদে কেটে ফেলা হয়েছে দেবদারুসহ অর্ধশতাধিক প্রাচীন গাছ
ইত্তেফাক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ২০:১৬
রংপুর জেলা পরিষদের অহংকার ক্যাম্পাসের দেবদারুসহ অর্ধশতাধিক প্রাচীন গাছ ঝুঁকিপূর্ণ ও পোকায় খাওয়ার নাম করে জীবন্ত গাছ কেটে ফেলা হয়েছে। এসব গাছে নিরাপদে বাসা বাঁধা হাজার হাজার পাখ-পাখালি। পাখিদের অভয়ারণ্য এমন একটা সাইনবোর্ডও লাগানো ছিল। জেলার মানুষসহ দূর-দুরান্তর থেকে এমনকি বিদেশিরাও এখানে শেষ বিকালে বা সন্ধ্যায় পাখি দেখতে ও পাখির ডাক শুনতে আসতেন।
সাইনবোর্ডটি এখন নেই। কবে সরানো হয়েছে কেউ জানে না। অভিযোগ উঠেছে,গাছগুলো কেটে অভয়ারণ্য নিমিষেই বিনষ্ট করে ফেলেছেন জেলা পরিষদের কর্মকর্তারা। প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে জেলা পরিষদের প্রবেশ মুখ থেকে ভবন যাওয়ার পথ প্রশস্তের নামে কেটে ফেলেছেন অর্ধশতাধিক প্রাচীন বৃক্ষ।
- ট্যাগ:
- বাংলাদেশ
- গাছ কাটা
- অর্ধশতাধিক