প্রথমেই মেকআপ প্রাইমার দিয়ে নিতে হবে। স্কিনে যেসব দাগ ও অমসৃণ স্কিন টোন আছে, সেগুলো ঢাকার জন্য কনসিলার খুব ভালো কাজ করবে। এরপর লিকুইড বেজ অ্যাপ্লাই করতে হবে। মুখের গড়ন অনুযায়ী কন্টুরিং খুব জরুরি। কন্টুরিং শেষ হলে আমরা ব্লাশন ব্যবহার করতে পারি পছন্দ অনুযায়ী।
এবার চলে আসি আই মেকআপে। চোখের সাজ আমরা একটু আকর্ষণীয় করে নিতে পারি। এমন হতে পারে—একটু কালারফুল। আকর্ষণীয় স্টাইলের চোখ মানুষের কাছে বেশি গ্রহণযোগ্যতা পেতে পারে। কন্টুরিং একটু অল্প করে করতে পারলে সেটিও অনেক সুন্দর হয়; সঙ্গে ফলস আইল্যাশ ব্যবহার করলে চোখ বড় দেখাবে। মাসকারা দিয়ে চোখের সাজ শেষ করতে হবে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.