সিনহা হত্যা মামলার অগ্রগতি ইতিবাচক: র্যাব ডিজি
র্যাবের মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার ইতিবাচক অগ্রগতি হয়েছে। শুক্রবার রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শন ও র্যাবের নিরাপত্তামূলক ব্যবস্থা পরিদর্শন শেষে এ কথা জানান তিনি। এসময় মামলা নিষ্পত্তি প্রসঙ্গে র্যাব ডিজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, দ্রুত সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি করা হবে।
তিনি আরো বলেন, আমরা আশা করছি দ্রুত সময়ের মধ্যে এই মামলার (সিনহা হত্যাকাণ্ড) নিষ্পত্তি হবে। মামলার তদন্তের ইতিবাচক অগ্রগতি আছে। তদন্তের স্বার্থে বেশি কিছু বলা সমীচীন হবে না। এর আগে রমনা কালী মন্দির পরিদর্শনের সময় নিজের বক্তব্যে দুর্গাপূজা আয়োজনের ব্যবস্থাপনা সম্পর্কে র্যাব ডিজি বলেন, এই বাংলাদেশে হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খ্রিস্টান যে যেখানে রয়েছেন,