আবারো দুই মাথাওয়ালা সাপের সন্ধান
গত কয়েক মাস যাবত বেশ কয়েকটির দুই মাথাওয়ালা সাপের সন্ধান মিলেছে পুরো পৃথিবী জুড়েই। তবে এবার দুই মাথাওয়ালা সাপের সন্ধান মিলেছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ফ্লোরিডার বাসিন্দা কে রজার্স জানান, তাদের পোষা বিড়াল সব সময় বাইরে থেকে কিছু না কিছু নিয়ে আসে।তবে সর্বশেষ যে জিনিসটি সে এনেছে তা দেখে পুরোপুরি হতভম্ব হয়েছেন তার পরিবারের সবাই। একটি দুই মাথাওয়ালা সাপ বাসায় নিয়ে এসেছে বিড়ালটি। রজারস আরো বলেন,
তার মেয়ের কাছ থেকে পাওয়া একটি মেইলে এই সাপের কথা জানতে পারেন তিনি। বিড়ালটি সাপটিকে লিভিং-রুমের কার্পেটে এনে রাখার পর রজার্সের মেয়ে অ্যাভারি সাপের দিকে ভালোভাবে লক্ষ করে দেখে সে সাপটি দুই মাথাওয়ালা।তিনি সাপটির নাম রেখেছেন ডস ।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সাপের উপদ্রব
- দুই মাথার সাপ