যেভাবে বদলে গেল জিমেইলের লোগো
প্রথম আলো
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৯:০৫
ইদানীং জিমেইলে লগ–ইন করার সময় মনে হতে পারে কিছু একটা বদলেছে। বদলেছে তাদের লোগো। দেখুন, সেই চিঠির খামের মতো চিরচেনা লোগোর বদলে এখন শুধু ইংরেজিতে ‘এম’ অক্ষরটি দেখা যাবে। পূর্ণ লোগোতে জিমেইল শব্দটিও জুড়ে দেওয়া হয়েছে।
জিমেইলের নতুন লোগোর নকশা করা হয়েছে গুগলের অন্যান্য সেবার সঙ্গে মিল রেখে। গুগলের লোগোর মূল চার রং, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজ রঙে জিমেইলের পাশাপাশি সাজানো হয়েছে গুগল ম্যাপস, গুগল ফটোজ, ক্রোমসহ অন্যান্য সেবার লোগো।
এতে কিছুটা বিপরীত প্রতিক্রিয়া এসেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কাছ থেকে। অনেক অভিযোগের মধ্যে উল্লেখযোগ্য হলো, লোগোগুলোকে একনজরে আলাদা করা যায় না।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৮ মাস, ২ সপ্তাহ আগে
৮ মাস, ৩ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে