বিমানের সিটের নিচে সাড়ে ৪ কোটি টাকার স্বর্ণ

চ্যানেল আই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৭:০৪

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের গোয়েন্দারা ৪ কোটি ৭৩ লাখ টাকারও বেশি মূল্যের মোট ৬৮টি স্বর্ণের বার জব্দ করেছে। শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মোট ৭ দশমিক ৮৮৮ কেজি ওজনের স্বর্ণ উদ্ধার করে। শুল্ক গোয়েন্দা সূত্র এই তথ্য জানিয়েছে। বিজ্ঞাপন বিজ্ঞাপন জানা গেছে,

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালকের কাছে চোরাচালানের গোপন খবর আসে। এই খবরের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে শুল্ক গোয়েন্দার কর্তব্যরত কর্মকর্তারা বিমান বন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ১০টা ২০ মিনিটে আবুধাবি থেকে আসা BG-028 ফ্লাইটে তল্লাশি চালানো হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও