কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যুশূন্য ৬ বিভাগ

জাগো নিউজ ২৪ স্বাস্থ্য অধিদফতর প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৫:৫৪

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামসহ দেশের ৬ বিভাগেই করোনাভাইরাসে আক্রান্ত কোনো রোগীর মৃত্যু হয়নি। বিভাগুলো হলো- চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ ও একজন নারী রয়েছেন। রাজধানী ঢাকায় ১২ জন ও রাজশাহী বিভাগে দুজনের মৃত্যু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

দেশে গত ৮ মার্চ প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। শুক্রবার (২৩ অক্টোবর) পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৭৬১ জনে। এ পর্যন্ত সর্বমোট করোনায় মৃত ৫ হাজার ৭৬১ জনের মধ্যে সর্বোচ্চ সংখ্যক ঢাকা বিভাগে ২ হাজার ৯৬৩ জনের এবং দ্বিতীয় সর্বোচ্চ চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৫০ জনের মৃত্যু হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও