দর্শনার আকন্দবাড়িয়ায় বসেছে লালন গানের আসর

সময় টিভি দর্শনা (চুয়াডাঙ্গা) প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৫:১৩

লালনের তিরোধান দিবস উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়িয়া গ্রামে বসেছিল গানের আসর। লালন সংগীত পরিবেশন করেন বাউল মনিরুজ্জামান ধীরু। দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও সুনামের সঙ্গে লালন সংগীত পরিবেশন করেছেন তিনি। লালন আখড়া; চুয়াডাঙ্গার দর্শনার আকন্দবাড়িয়া গ্রাম। এখানে রয়েছে লালন অনুসারী আফতাব শাহের মাজার।

বাউল মনিরুজ্জামান ধীরুর নানা ছিলেন তিনি। নানার কাছ থেকেই জ্ঞানলাভ করে ধীরু বাউল লালন ভক্ত হন। এরপর ১৯৯৬ সাল থেকে লালন সংগীতের চর্চা শুরু করেন। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। লালনকে নিয়েই তার ধ্যান আর জ্ঞানচর্চা এখন। স্থানীয়রা জানান, তিনি লালনকে মনে-প্রাণে ধারণ করে সংগীতের আলো ছড়াচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও