পদ্মায় নাব্যতা ও ফেরি সংকটে দৌলতদিয়া ঘাটে ভোগান্তি

আরটিভি দৌলতদিয়া লঞ্চ ঘাট, রাজবাড়ী প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১৫:১৯

দৌলতদিয়া--পাটুরিয়া নৌরুটে নাব্যতা ও ফেরি সংকট এবং স্রোতের তীব্রতার কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে নাব্যতা সংকটের কারণে দুর্ঘটনা এড়াতে ফেরি পারাপার বন্ধ থাকায় ওই রুটের যানবাহনগুলো পার হতে গত এক সপ্তাহ ধরে দৌলতদিয়া পাটুরিয়া নৌরুট আসায় যানবাহনের চাপ বেড়েছে দ্বিগুণেরও বেশি।

ফলে দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি ঘাটে পারের অপেক্ষায় শতাধিক যাত্রীবাহী বাস, প্রাইভেটকার ও তিন পণ্যবাহী ট্রাক আটকা পরে দৌলতদিয়া ঘাটে তীব্র যানজটের সৃষ্টি করেছে। আর বৈরী আবহাওয়ার মধ্যে আটকে পরা ওইসব পরিবহনের যাত্রী ও লোকাল বাসে আসা হাজার হাজার যাত্রীরা পদ্মা পারি দিতে সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও