স্টিল মিলে দগ্ধ হয়ে প্রাণ গেল শ্রমিকের
নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রিমিয়ার স্টিল মিলে দগ্ধ হয়ে মিজানুর রহমান (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহত মিজানুর রহমান চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোদিয়ার বাজার এলাকার শাহজাহান মিয়ার ছেলে। এ ঘটনায় আরও পাঁচজন শ্রমিক দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।
তারা হলেন- শাকিল, ফাহিম, রফিক মিয়া, রাজু ও আবু সিদ্দিক মিয়া। রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার বরপা এলাকার প্রিমিয়ার স্টিল মিলে কাজ করার সময় উত্তপ্ত গলিত লোহা ছিটকে শ্রমিকদের গায়ে লাগে। এতে দগ্ধ হয়ে শ্রমিক মিজানুর রহমানের মৃত্যু হয়।
- ট্যাগ:
- বাংলাদেশ
- শ্রমিকের মৃত্যু
- স্টিল মিল