ছয় মাস জেল হতে পারে জোভিকের
ফ্রাঙ্কফুট থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই লুকা জোভিকের সঙ্গী ঝামেলা। একের পর এক ঝামেলা তৈরি করছেন তিনি। ওদিকে রিয়াল মাদ্রিদের হয়ে পারফরম্যান্স দেখিয়েও সেই সমালোচনা পেছনে ফেলতে পারছেন না।লুকা জোভিকের বিরুদ্ধে দু’বার করে করোনা প্রটোকল ভাঙার অভিযোগ পাওয়া গেছে। একবার নিজ দেশ সার্বিয়ায় করোনার মূল প্রবাহের সময়।
অন্যবার করোনাকালে ফুটবল ফেরার পর রিয়াল মাদ্রিদ শিবিরে যোগ দিয়ে।এর মধ্যে সার্বিয়ার করোনা প্রটোকল ভাঙার জন্য ছয় মাসের জেল খাটতে হতে পারে রিয়াল মাদ্রিদের তরুণ স্ট্রাইকারের। সার্বিয়ার সংবাদ সংস্থা টানজুগ এমনটাই দাবি করেছে।