রোকার পর এবার নেহার মেহেদী
দু’দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে প্রেমিক রোহানপ্রীতের সঙ্গে রোকার (বাগদান) বিষয়টি নিশ্চিত করেছেন নেহা কাক্কার।
এদিকে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলো নেহা-রোহানপ্রীতের বিয়ের একটি কার্ড। যেখানে দেখা গেছে- ২৬ অক্টোবর তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। তবে এখনও পর্যন্ত বিয়ের তারিখটি নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি তারা।