বাড়ির ভেষজ গাছের যত্ন নেবেন যেভাবে
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ১০:০২
অনেকেই বাড়িতে বিভিন্ন ধরনের ভেষজ গাছ লাগান। দরকারি এই গাছের বিশেষ যত্ন প্রয়োজন। এসব গাছের মধ্যে আছে ডিল, পার্সলে, জোয়ান, তুলসী, রোজ়মেরি, ধনিয়া ইত্যাদি। এই ঔষধি গাছগুলো প্রকৃতিকে দূষণমুক্ত ও ঠান্ডা রাখে। খাবারে দিলে স্বাদ বাড়ায় ও স্বাস্থ্যরক্ষা করে।
তবে, এই সব গাছের কোনওটিতে বেশি পোকা হয়, কোনওটি আবার বেশি পানি-তাপ সহ্য করতে পারে না। তাই আগে এগুলো ভাল করে জেনে নিয়ে গাছ রক্ষার দায়িত্বও নিতে হবে কিন্তু।
- ট্যাগ:
- লাইফ
- গাছের যত্ন
- ভেষজ উদ্ভিদ
- বিশেষ যন্ত্র