মুজিববাদ প্রতিষ্ঠার অঙ্গীকার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২০, ০৮:০০
দেশে মুজিববাদ প্রতিষ্ঠা করতে ছাত্র সংগঠনগুলোর তৎপরতা ১৯৭২ সালের মাঝামাঝি থেকে পরিলক্ষিত হয়। সেই বছরের এই দিনে আবারও মুজিববাদ প্রতিষ্ঠার অঙ্গীকারের কথা বলেন ডাকসুর সাবেক নেতা আবদুল কুদ্দুস মাখন। তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলার মাটিকে যখন আমরা শত্রুমুক্ত করতে পেরেছি, তখন তার বলিষ্ঠ নেতৃত্বে এ দেশের মাটিতে বিশ্বের তৃতীয় মতবাদ হিসেবে মুজিববাদকে প্রতিষ্ঠিত করবোই। মোহাম্মদপুর মহাবিদ্যালয়ে অনুষ্ঠিত মোহাম্মদপুর আঞ্চলিক কমিটির সম্মেলনে তিনি এসব কথা বলেন। সম্মেলনে বক্তৃতা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ রশিদ, সভাপতিত্ব করেন খায়রুল আনাম পল্টু।