You have reached your daily news limit

Please log in to continue


বাম-কংগ্রেসের বৈঠক আজ শহরে

সপ্তমীর সন্ধ্যায় মুখোমুখি আলোচনার টেবিলে বসতে চলেছেন প্রদেশ কংগ্রেস ও রাজ্য বামফ্রন্টের নেতৃত্ব। বহরমপুরে পুজোর কর্মসূচি সেরে এবং দিল্লি যাওয়ার আগে কলকাতায় আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তার পরে আজ, শুক্রবার সন্ধ্যায় বিরোধী দলনেতা আব্দুল মান্নান, সাংসদ প্রদীপ ভট্টাচার্য, বিধায়ক শঙ্কর মালাকার প্রমুখকে নিয়ে অধীরবাবুর আলোচনায় বসার কথা বিমান বসু, সূর্যকান্ত মিশ্রদের সঙ্গে। অধীরবাবু প্রদেশ সভাপতি হওয়ার পরে তাঁর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে বামেদের প্রথম মুখোমুখি বৈঠক হতে চলেছে এটাই। সিপিএম ছাড়া তিন শরিক সিপিআই, আরএসপি এবং ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব ওই বৈঠকে থাকবেন বলে প্রাথমিক ভাবে ঠিক হয়েছে। বাম ও কংগ্রেসের যৌথ কর্মসূচি বহালই রয়েছে। বিধানসভা ভোটের আসন ভাগাভাগির ক্ষেত্রে অধীরবাবুরা কেমন সূত্রের দাবি তোলেন, সেই দিকেই এখন নজর বাম নেতৃত্বের।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন