কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাংলাদেশ ব্যাংকের নামে ইমেইলে ভুয়া চিঠি, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

সমকাল বাংলাদেশ ব্যাংক প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ২২:৩০

বাংলাদেশ ব্যাংকের একজন মহাব্যবস্থাপকের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ইমেইলে ভুয়া চিঠি দিয়েছে একটি অসাধু চক্র। চিঠিতে 'বাংলাদেশ অডিট ইন্টেলিজেন্স ইউনিট' নামে একটি বিভাগের কথা উল্লেখ করে বিভিন্ন তথ্য চাওয়া হয়েছে। সেখানে একটি লিংক দিয়ে তাতে ক্লিক করতে বলা হয়েছে। অথচ এই নামে কোনো বিভাগ বাংলাদেশ ব্যাংকে নেই। আর ওই লিঙ্ক বা ইমেইলে পাঠানো চিঠিতে কেউ ক্লিক করলে তার অ্যাকাউন্ট হ্যাক হতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চিঠির শেষভাবে আদেশক্রমে আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক অডিট ইন্টেলিজেন্স ইউনিট, বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় কথাটি লেখা আছে। সেখানে একটি ইমেইল ঠিকানাও দেওয়া হয়েছে। নাম-ঠিকানায় উল্লেখিত আবুল কালাম আজাদ বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র ও ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগের মহাব্যবস্থাপক (জিএম)। তার নাম ঠিকানা ও ইমেইল ব্যবহার করে গণমাধ্যমে বিভিন্ন তথ্য পাঠায় কেন্দ্রীয় ব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও