ঢাবির ভর্তি যোগ্যতায় পরিবর্তন আসতে পারে
করোনা পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এবারের ভর্তি পরীক্ষায় যোগ্যতার ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য জানায়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে এইচএসসির মূল্যায়নের ফল প্রকাশের পর।
প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে ভর্তির ন্যূনতম যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসির মোট জিপিএ’র একটি নির্দিষ্ট পয়েন্ট ধরা হয়। ইউনিটভিত্তিক আলাদা যোগ্যতার মাপকাঠি ধরা হয়। গত বছর 'ক' ইউনিটে অংশগ্রহণের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৮.০০ থাকা আবশ্যক ছিল এবং পৃথকভাবে দুটির যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ ৩.৫০ থাকা বাধ্যতামূলক ছিল। 'খ' ইউনিটে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৭.০০ এবং দুটির একটিতে সর্বনিম্ন ৩.০০ থাকা বাধ্যতামূলক। 'গ' ইউনিটে এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৭.৫০ এবং দুটির একটিতে সর্বনিম্ন জিপিএ ৩.৫০ থাকা বাধ্যতামূলক।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
www.ajkerpatrika.com
| ঢাকা বিশ্ববিদ্যালয়
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ৪ সপ্তাহ আগে