শীতলক্ষ্যায় আটকে আছে শতাধিক লাইটার জাহাজ
তৃতীয় দিনের মতো বৃহস্পতিবারও (২২ অক্টোবর) দেশব্যাপী নৌযান শ্রমিকদের কর্মবিরতি চলছে। ফলে নরসিংদী ঘোড়াশালের শীতলক্ষ্যা নদীতে আটকা পড়ে আছে পণ্যবাহী শতাধিক লাইটার জাহাজ। এতে নদী পথে পণ্য পরিবহনে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। এসব আটকে পড়া এসব জাহাজে কাদামাটি, সয়াবিন, ভুট্টাসহ বিভিন্ন ধরণের শিল্প ও খাদ্য পণ্য রয়েছে।
সরেজমিনে দেখা যায়, পণ্যবাহী ছোট-বড় সব ধরনের নৌযান চলাচল বন্ধ রেখে অলস সময় পার করছেন নৌ শ্রমিকরা।
শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধিসহ ১১ দফা দাবিতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এবং নৌযান শ্রমিকদের নিয়োগপত্র ও মাসিক খাদ্যভাতা প্রদানসহ ১৫ দফা দাবিতে নৌ-শ্রমিক অধিকার সংরক্ষণ ঐক্য পরিষদের ডাকে সারাদেশে অনির্দিষ্টকালের পণ্যবাহী নৌযান ধর্মঘট অব্যাহত রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানান।