![](https://media.priyo.com/img/500x/https://d30fl32nd2baj9.cloudfront.net/media/2020/10/22/rab-fake-unani-221020-01.jpg/ALTERNATES/w640/rab-fake-unani-221020-01.jpg)
ঢাকায় নকল ইউনানী ওষুধ কারখানা, তিনজনকে দণ্ড
রাজধানীর তুরাগ থানার বামনারটেক এলাকায় একটি নকল ইউনানী ওষুধ কারখানার সন্ধান পেয়েছে র্যাব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। বৃহস্পতিবার ‘ন্যাচারাল রিসার্চ ল্যাবরেটরি’ নামের ওই কারখানায় অভিযান চালিয়ে অনুমোদনহীন প্রায় ২০ ধরনের ওষুধ তৈরির প্রমাণ পেয়েছে তারা।
র্যাবের নির্বাহী হাকিম মো. আক্তারুজ্জামান বলেন, অনুমোদনহীন ওষুধ তৈরির অপরাধে ওই কোম্পানির মালিক এসএম গোলাম সাকলায়েনকে এক বছর, মার্কেটিং অফিসার অমিয়ম নন্দীকে তিন মাস ও আজিজুল হাকিমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- কারাদণ্ড
- নকল ওষুধ
- ইউনানী ওষুধ