বাংলাদেশে নতুন নকশার কিউ৭ এসইউভি গাড়ি নিয়ে এসেছে আউডি। নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, নতুন নকশায় স্বতন্ত্র বৈশিষ্ট্য দেওয়ার পাশাপাশি প্রযুক্তিগত ও দৃষ্টিনন্দনভাবে গাড়িটিকে আরও আধুনিকায়ন করা হয়েছে। আউডি’র দাবি, কিউ৭ এখন ‘আরও বড়, উন্নত, অসংখ্য নতুন প্রযুক্তি এবং বৈশিষ্ট্যসম্পন্ন’।
নতুন নকশাটি নকশাবিদরা আউডি ফ্ল্যাগশিপ মডেল এ৮এল এবং কিউ৮ এর আদলে করেছেন বলেও জানিয়েছে আউডি। নতুন কিউ৭-এ রয়েছে তিন লিটারের ভি৬ টার্বো চার্জড ইঞ্জিন ও মাইল্ড হাইব্রিড প্রযুক্তি। এর সর্বাধিক আউটপুট এসে দাঁড়িয়েছে ৩৪০ হর্স পাওয়ার এবং পাঁচশ’ নিউটন মিটার টর্ক।
এ ছাড়াও আউডি কিউ৭ মডেলের গাড়িটিতে রয়েছে ফোর হুইল ড্রাইভ কোয়াট্রোসহ ৮ স্পিড ট্রিপটোনিক ট্রান্সমিশন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.