ব্যারিস্টার রফিক-উল হককে দেখতে হাসপাতালে ডা. জাফরুল্লাহ
সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে দেখতে আদ-দ্বীন হাসপাতালে গেলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ বৃহস্পতিবার তিনি রাজধানীর মগবাজারের ওই হাসপাতালে যান। সংকটাপন্ন অবস্থায় লাইফ সাপোর্টে থাকা রফিক-উল হককে দেখতে গিয়ে ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘একটা ইতিহাস আমাদের সবার জানা উচিত, এরশাদকে আইনের প্রতি আনতে ব্যারিস্টার রফিক-উল হকের অবদান ছিল। আপনারা সবাই জানেন, তিনি অত্যন্ত জ্ঞানী আইনজ্ঞ ছিলেন। দেশে অনেকের টাকা-পয়সা থাকে কিন্তু তারা দান-খয়রাত করে না। কিন্তু ব্যারিস্টার রফিক-উল-হক অত্যন্ত দানশীল ব্যক্তি।’