টুইচে ‘অ্যামাং আস’ খেললেন কংগ্রেসওম্যান ওকাসিও-কর্টেজ
সম্প্রতি টুইচে এসে ভিডিও গেইম খেলতে বসেছিলেন কংগ্রেসওম্যান আলেক্সান্ড্রিয়া ওকাসিও-কর্টেজ। ভিডিওটি প্ল্যাটফর্মে সবচেয়ে বেশি দেখা ভিডিওগুলোর একটিতে পরিণত হয়েছে। ভিউয়ের হিসেবে টুইটে তৃতীয় অবস্থানে রয়েছে এটি। বিবিসি জানিয়েছে, বর্তমানের জনপ্রিয় গেইম ‘অ্যামাং আস’ খেলেছেন ওকাসিও-কর্টেজ। লাইভ স্ট্রিমটিতে ‘ভিউ’ এসেছে চার লাখেরও বেশি। গেইম খেলার ফাঁকে অন্যান্য গেইমারদেরকে তার সঙ্গে যোগ দিতে এবং নভেম্বরে মার্কিন নির্বাচনে ভোট দেওয়ার কথা মনে করিয়ে দিতে ভোলেননি তিনি।
মার্কিন কংগ্রেসে যে কয়জন নতুন প্রজন্মের তরুণ রাজনীতিবিদ আলোড়ন তুলে জয়ী হয়েছেন তাদের অন্যতম ওকাসিও-কর্টেজ। রেস্তোঁরার ওয়েইটার থেকে ২৯ বছর বয়সে প্রথম নির্বাচনেই তিনি কংগ্রেসওম্যান নির্বাচিত হয়েছেন। নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশী বংশদ্ভুত মার্কিনীদের বড় অংশ তার নির্বাচনী এলাকার ভোটার।