করোনায় তছনছ হয়ে গেছে এশিয়ার গার্মেন্ট খাত। প্রথম ঢেউয়ের রেশ কাটতে না কাটতেই দরজায় কড়া নাড়ছে দ্বিতীয় ঢেউ। এর ফলে এই শিল্পের ভবিষ্যৎ নিয়ে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন। আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে। বুধবার জেনেভা থেকে প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে, বাংলাদেশসহ এশিয়ার গার্মেন্ট খাত টিকে থাকার জন্য অবিরাম লড়াই করছে। কম্বোডিয়া ও ভিয়েতনামের পরিস্থিতি তুলে ধরে রিপোর্টে বলেছে, এশিয়া প্যাসিফিক অঞ্চলে তৈরি পোশাকের উৎপাদনকারী দেশগুলোতে করোনা এখনো আঘাত হেনে চলেছে। বৈশ্বিক চাহিদার পতন, অর্ডার পেতে বিলম্ব কিংবা বাতিলের কারণে নয়া সংকট তৈরি হয়েছে। আইএলও বলেছে, এখানেই সংকটের শেষ হয়নি। সামনে একটি বড় ধাক্কা আসতে পারে। যদি দ্বিতীয় ঢেউ আসে তাহলে গার্মেন্ট খাতে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। ব্যাংককে অবস্থানরত এশিয়া প্যাসিফিক অঞ্চলে আইএলও'র আঞ্চলিক অফিসের সিনিয়র অর্থনীতিবিদ ক্রিশ্চিয়ান ভিজেলান সংকটের নানা দিক তুলে ধরেছেন। বলেছেন, করোনা সংক্রমণের আগে যে চাহিদা ছিল এখন সে চাহিদা নেই। যেসব দেশে শিথিল বিধি-নিষেধ ছিল তার তুলনায় কড়া বিধি-নিষেধ থাকা এমন দেশগুলোতে খুচরা বিক্রি শতকরা ২৫ ভাগ কমেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.