আর্মেনিয়াকে শায়েস্তা করতে ব্যাপক বিধ্বংসী বিশেষ যানের উৎপাদন বাড়িয়েছে আজারবাইজান!

নয়া দিগন্ত আজারবাইজান প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৮:৩০

আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যাপক ধ্বংসাত্মক ক্ষমতাসম্পন্ন আকাশে উড়ার মতো নতুন ধরনের এক বিশেষ যানের উৎপাদন বাড়িয়েছে। এ যানটির নাম দেয়া হয়েছে ‘ইতি কোভান’। বাংলায় এর অর্থ দাঁড়ায়- কুকুর ধাওয়াকারী। এটি চালক ছাড়াই উড়ে।

সুপ্রিম কমান্ডার-ইন-চিফ ইলহাম আলিয়েভের দেয়া এই ঐতিহাসিক অভিব্যক্তিটি যানটির ডানাগুলোতে লেখা হয়েছে। বর্তমানে ‘ইতি কোভান’গুলো আজারবাইজান সেনাবাহিনীর সমরসজ্জায় সজ্জিত অবস্থায় রয়েছে।

আজারবাইজানের প্রেসিডেন্ট ও সুপ্রিম কমান্ডার-ইন-চিফ ইলহাম আলিয়েভের উদ্যোগে ২০০৫ সালে প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্যাক্টরির এ ইউনিটটি চালু করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও