![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%2F2020-10%2F71f34f62-5cfb-4799-b606-8dc0471ed62a%2Fcourt_01.png)
কিবরিয়া-সুরঞ্জিতের ওপর গ্রেনেড হামলার তিন মামলার অভিযোগ গঠন
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের ওপর গ্রেনেড হামলার ঘটনায় পৃথক তিনটি মামলায় আদালতে অভিযোগ (চার্জ গঠন) গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহারিয়ার কবিরের আদালতে এসব মামলার অভিযোগ গঠন করেন।
বৃহস্পতিবার ওই তিন মামলার আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জি কে গউছসহ ১১ জন আসামির উপস্থিতিতে অভিযোগ গঠন করা হয়।