চার বছর আগে যেবার নির্বাচনে দাঁড়িয়েছিলেন, বিশ্বের খুব কম লোকই সেবার হিলারি ক্লিনটনের পরিবর্তে তাকে নিয়ে বাজি ধরেছিল। কিন্তু বছরটি ছিল ‘রাজনৈতিক ভূমিকম্পের’ বছর। তাই ভূকিম্পের মতোই ট্রাম্প নতুন যুগের সূচনা করে ক্ষমতায় এসেছিলেন।
সময়ের আবর্তনে আবার চলে এসেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের বছর। নানা ঘটনাবহুল চার বছর পেরিয়ে এবারও ট্রাম্প হোয়াইট হাউস দখলের লড়াইয়ে মরিয়া।
ট্রাম্পের চার বছর:
এ সময়ের মধ্যে অসংখ্যবার বিশ্বকে নাড়িয়ে দিয়েছেন ট্রাম্প। কখনও ড্রোন-মিসাইল ছুড়ে, কখনও উল্টোপাল্টা কথা বলে, কখনও টুইট করে, মিথ্যা বলে, অবস্থান বদলে- বেশ কয়েকটি ওয়েবসাইট ট্রাম্পের এই সব কীর্তিকলাপের হিসাবও রেখেছে।
হোয়াইট হাউসে আস্তানা গাড়ার পর থেকে দেশের ভেতরে -বাইরে অনেক ওলট-পালট ঘটিয়ে দিয়েছেন তিনি। দেশে এক মেয়াদে বদলেছেন একাধিক চিফ অব স্টাফ। প্রেস সেক্রেটারি, উপদেষ্টা- কখন যে কে পদত্যাগ করছেন, কাকে যে ট্রাম্প বরখাস্ত করছেন, তা নিয়ে খাবি খেতে হয়েছে বিশ্বের গণমাধ্যমকে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.