You have reached your daily news limit

Please log in to continue


লিবিয়া উপকূলে অভিবাসী নৌকাডুবি, নিহত ১৫

ইউরোপে অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকাডুবির ঘটনায় লিবিয়া উপকূলে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়েছে। ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে চরম ঝুঁকি নিয়ে রওনা দেয়া লোকদের ক্ষেত্রে এটি সর্বশেষ মর্মান্তিক ঘটনা। বুধবার জাতিসংঘের অভিবাসন সংস্থা এ কথা জানায়। খবর বার্তা সংস্থা এএফপি। জাতিসংঘের অভিবাসনবিষয়ক আন্তর্জাতিক সংস্থা (আইওএম) লিবিয়া প্রধান টুইটার বার্তায় লিখেছেন– মাছ শিকারিদের সহযোগিতায় জীবিত উদ্ধার হওয়া পাঁচজনের ভাষ্য অনুযায়ী, বুধবার লিবিয়ার সাব্রাথা উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের নৌকাডুবিতে কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছে বলে ধারণা করা হচ্ছে। আইওএমের লিবিয়া শাখার ফেদারিকো সোদা আরও বলেন, গতরাতে কোস্টগার্ড আরও ৭০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করে লিবিয়ায় ফেরত পাঠিয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা শাসক মোয়াম্মার গাদ্দাফি ন্যাটো সমর্থিত আন্দোলনে ২০১১ সালে ক্ষমতাচ্যুত ও নিহত হওয়ার পর থেকে লিবিয়ায় সহিংসতা লেগেই রয়েছে। এতে দেশটি ধ্বংসের একেবারে দ্বারপ্রান্তে পৌঁছে গেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন