ভোটারদের হুমকি দিয়ে ইরানের মেইল, যুক্তরাষ্ট্রে আতঙ্ক

বাংলাদেশ প্রতিদিন ইরান প্রকাশিত: ২২ অক্টোবর ২০২০, ১৫:০৫

মার্কিন নির্বাচন সামনে রেখে শেষ সময়ে নানা রকম জল্পনা দেখা যাচ্ছে সারা বিশ্বে। এর মধ্যে রেবিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য। মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করছে, প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র ১৩ দিন আগে ডেমোক্র্যাট প্রার্থীর সমর্থক ভোটারদের কাছে হুমকি দিয়ে ইমেইল পাঠাচ্ছে ইরান।

জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন র‍্যাটক্লিফ জানিয়েছেন, ইমেইলগুলো কট্টরপন্থী ট্রাম্প সমর্থক একটি গ্রুপের কাছ থেকে পাঠানো হয়েছে। অস্থিরতা উসকে দেয়ার উদ্দেশ্যেই ইমেইলগুলো পাঠানো হয়েছে বলে দাবি করেছেন তিনি।

তিনি আরও বলেন, ইরান যে ‘স্পুফ ইমেইলগুলো’ পাঠিয়েছে, সেগুলো ট্রাম্পের কট্টরপন্থী সমর্থক গ্রুপ ‘প্রাউড বয়েজ’-এর নাম ব্যবহার করে ভোটারদের ভয় দেখাতে, বিশৃঙ্খলা উসকে দিতে এবং প্রেসিডেন্ট ট্রাম্পের সুনাম ক্ষুণ্ণ করতে পাঠানো হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও