![](https://media.priyo.com/img/500x/https://samakal.com/uploads/2020/10/online/facebook-thumbnails/Untitled-1-samakal-5f9127d116798.jpg)
উড্ডয়নরত বিমানেই মারা গেলেন করোনার রোগী
ভ্রমণের সময় উড্ডয়নরত বিমানের মধ্যেই মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের এক নারীর; যিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। গত জুলাইয়ে লাস ভেগাস থেকে ডলাসে যাওয়ার পথে স্প্রিট এয়ালাইন্সে তার মৃত্যু হয় বলে সম্প্রতি জানিয়েছে কর্তৃপক্ষ।
ওয়াশিংটন পোস্ট বলছে, ২৪ জুলাই সন্ধ্যায় লাস ভেগাস থেকে ডলাস-ফোর্টওর্থ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি।