শিরোনামের কথাটি আমার ব্যক্তিগত নয়, তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-এর এমন কথায় কিংবা বাংলাদেশ এগিয়ে চলার পরিসংখ্যানে আমরা বাঙালিরা একদিকে যেমন আবেগে আপ্লুত, অন্যদিকে আরো উদ্যমী হয়ে পড়ি। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে চলার স্বপ্ন বুনি। কারণ, আমাদের অর্জনগুলো ঐতিহাসিক, ঘুরে দাঁড়ানোর ইতিহাসও গণশ্রম বা পারিশ্রমিক মনোবলের বৃত্তিতে সৃষ্ট।
বাংলাদেশ এগিয়ে চলেছে কিংবা ভারতকে ছাড়িয়ে যেতে চলেছে- এমন খবর ভারতের প্রভাবশালী পত্রিকাগুলোই মূলত আমাদের বেশি করে জানিয়েছে।ভারত অর্থনীতির দিক থেকে বাংলাদেশের পেছনে পড়ে যাবে- এটি যেমন ভারতকে নিরব কষ্ট দিচ্ছে, আরাব নিজেদের মধ্যে তর্ক-বিতর্কও হচ্ছে। ভারত সরকারের কোথায় কী ভুল হয়েছে, কোথায় কী দুর্বলতা বা ঘাটতি রয়েছে কিংবা মোদী সরকার কী কী করেছে- এসব বিষয় নিয়ে চুলছেড়া বিশ্লেষণ হচ্ছে। এ নিয়ে ভারত সরব থাকলেও এদিকে বাংলাদেশ যেন একপ্রকার নিরবতাই পালন করছে। আমাদের টকশোগুলোতেও খুব বেশি মাতামাতি করতে দেখা যায়নি। সরকারের পক্ষ থেকেও এ নিয়ে খুব বেশি আলোচনা করেনি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.