![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fjenith-1-20201021200110.jpg)
পল্লী বিদ্যুতের ২ কর্মকর্তার মৃত্যুতে ২০ লাখ দিল জেনিথ লাইফ
দুর্ঘটনায় শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির দুই কর্মকর্তার মৃত্যুতে গ্রুপ বীমা দাবি বাবদ ২০ লাখ টাকা পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইনস্যুরেন্স লিমিটেড।
বুধবার (২১ অক্টোবর) রাজধানীর মতিঝিলে বীমা কোম্পানিটির প্রধান কার্যালয়ে এই চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়।