চকবাজারে শিশুদের ভেজাল খাদ্য ও নকল চকলেটের রমরমা ব্যবসা
রাজধানীর চকবাজারে চলছে শিশুদের ভেজাল খাদ্য ও নকল চকলেটের রমরমা ব্যবসা। এর পাশাপাশি মানহীন কসমেটিক্সেরও সন্ধান পেয়েছে র্যাব। এখান থেকেই দেশের নামি-দামি সব সুপারশপে সরবরাহ করা হচ্ছে এসব ভেজাল পণ্য। অভিযানে দুই জনকে আটকের পাশাপাশি জরিমানা করা হয় ১৮ লাখ টাকা।
বিএসটিআই বলছে, কাস্টমস আর বন্দর কর্মকর্তাদের যোগসাজশে দেশে ঢুকছে মেয়াদোত্তীর্ণ নানা পণ্য।
শিশুদের মেয়াদোত্তীর্ণ ও ভেজাল খাদ্য এবং নামি-দামি ব্রান্ডের নকল চকলেটে সয়লাব পুরান ঢাকার চকবাজার। এখানে চীন, জার্মানিসহ বিশ্বের বিভিন্ন দেশের নামে চকলেট পাওয়া যায়। সরবরাহ করা হয় দেশের নামকরা সুপারশপগুলোতে। সেই সঙ্গে রয়েছে ভেজাল কসমেটিক্সের সমাহার। উৎপাদন তারিখ শেষ হলেও নতুন করে তারিখ বসিয়ে বাজারে ছাড়া হচ্ছে এগুলো।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.