You have reached your daily news limit

Please log in to continue


‘আয়কর ফাঁকিদাতাদের তথ্য দিন’

আয়কর দাতারা দেশের সম্মানিত নাগরিক উল্লেখ করে কর কমিশনার এমএম ফজলুল হক বলেছেন, আয়করের টাকা সরকারকে নয়; বরং রাষ্ট্রকে প্রদান করা হয়। যারা আয়কর ফাঁকি দিচ্ছেন, তাদের ব্যাপারে আমাদের নিকট তথ্য দিন। আমরা যেন নিজেদের আয়করের টাকাতেই নিজেদের উন্নয়ন সম্পন্ন করতে পারি- সেজন্য যারাই করের আওতায় আসার উপযোগী তাদের প্রত্যেককেই স্ব-স্ব উদ্যোগে তার আয়কর প্রদান করা উচিত। বুধবার বিকালে কর অঞ্চল-৩ এর উদ্যোগে আয়কর রাজস্ব বিষয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন। শহরের গোয়ালচামটে হোটেল র‌্যাফেলন ইন-এর হল রুমে আয়োজিত এ সভায় করনেট বৃদ্ধি, রিটার্ন দাখিল, উৎসে কর কর্তনসহ প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করা হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন